Monday, August 9, 2021

গীতিকার বদরুদ্দোজা শেখু -এর একটি গান

 গান



চোখের দেখায় সাধ মেটে না যে , মনের দেখা তাই চাই গো,

আলোয় যা দেখা যায় না সহজে, তমসায় তাই পাই গো।।


চোখের সীমানা পেরিয়ে যেখানে

আরো দূর দেখা যায় আপন ধেয়ানে

সেই অনাবিল বাতায়নের পরশ মনোভূমে পেতে চাই গো ।।


আলোর ওপারে যে আকাশ আছে

কতোটুকু তার পাই বলো কাছে ? 

তাই তো বিভোর হ'য়ে চ'লে যাই , প'ড়ে থাকে শুধু ছাই গো ।।

No comments: