Monday, August 23, 2021

কবি রফিকুল রবি -এর একটি কবিতা

 দাঁড় কাক 



হঠাৎ যদি চলে যাই তোমার খোলা চোখের সীমানার বাহিরে, যদি আর না এসে হাটি তোমার শহরে ; তবে কি অদেখা শহরে আমার বিচরণে কাঁপবে তোমার শহর? লণ্ডভণ্ড হবে শহরের স্থাপনা ?


তখন, যদি একটা দাঁড় কাক পাখা ঝাপটে এক পাক ঘুরে যায় তোমাকে ঘিরে.... 

তুমি কি বুঝবে- এটা আমি!

No comments: