গদ্য || অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো || সত্যেন্দ্রনাথ পাইন
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো
দীপাবলি, দীপান্বিতা, শ্যামাপূজা, সিদ্ধেশ্বরী পূজা, যাই হোক না কেন আসলে আলোর উৎসব। মনের কালীমা ঘুচিয়ে আলোর সন্ধান করা। আলো আলো দাও আরও আলো।
পূর্বপুরুষদের উদ্দেশ্যে দীপ জ্বালিয়ে যেমন তাঁদের আশীর্বাদ প্রার্থনা করা হয় তেমন এই আলোর উৎসবে প্রার্থনা করা হয় শক্তির কামনা। শক্তি মানে দুর্বলের ওপর অত্যাচার নয়, দুর্বলকে অশুভ হাতছানি থেকে মুক্ত করার জন্য শক্তির আরাধনা।
আমরা প্রত্যেকেই মা শক্তির কাছে প্রার্থনা করি আমাদের মনে অশুভ অন্ধকার ঘুচিয়ে যেন শুভ আলোর উদয় হয়। তাই আলোর রোশনাই। এখানেই অন্ধকারের উৎস থেকে আলো উৎসারিত হোক-- এই প্রার্থনা।
আলো আমার আলো ওগো
আলোয় ভুবন ভরা
আলো....
Comments