মাসিক 40 হাজার টাকা বেতনে ইয়ং প্রফেশনাল পদে চাকরি || PBSSD Young Professional recruitment 2022 || Pbssd recruitment 2022 || government jobs news
**মাসিক 40 হাজার টাকা বেতনে ইয়ং প্রফেশনাল পদে চাকরি**
পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট (PBSSD)
ঘোষণা করলো রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি। ইয়ং
প্রফেশনাল পদে কর্মী নিয়োগ করা হবে।উক্ত পদে
নিয়োগ করার জন্য দেখা হবে প্রার্থীদের বিশেষ শিক্ষাগত
যোগ্যতা । নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যাদি নিচে দেওয়া
হল।
*Recruitment for PBSSD Young Professional*
*নোটিশ নং:* PBSSD-33/2/2021/3596
*প্রকাশিত তারিখঃ* 10 ডিসেম্বর 2021
*পদ* : ইয়ং প্রফেশনাল (Young Professional)
*বেতনঃ* 40,000 টাকা (মাসিক), সাথে মাসিক ভাতা।
*বয়সসীমাঃ* 01.01.2022 তারিখ অনুযায়ী
আবেদনকারীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে।
*শিক্ষাগত যোগ্যতাঃ* সম্পর্কিত বিষয়ে মাস্টার ডিগ্রি
থাকতে হবে অথবা BE/B.Tech এর ডিগ্রি অথবা
ম্যানেজমেন্ট/ LLB/ প্রসেসিং- এই বিষয়গুলির মধ্যে
যেকোনো একটিতে দুই বছরের পোষ্ট গ্র্যাজুয়েশন
ডিপ্লোমা করা থাকতে হবে।
*চাকরির ধরনঃ* দুই বছরের জন্য কন্ট্রাকচুয়াল
বেসিসে নিয়োগ করা হবে। পরে আরো এক বছর
কাজের সময়সীমা বাড়ানো হবে।
*আবেদন পদ্ধতিঃ*
পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট (PBSSD)
এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে
আবেদন করতে হবে। ইতিমধ্যেই আবেদন পদ্ধতি চালু
হয়ে গেছে।
অফিসিয়াল ওয়েবসাইট --
*আবেদন ফিঃ* প্রার্থীরা বিনামূল্যে আবেদন করতে
পারবে।
*প্রক্রিয়াঃ* প্রার্থীদের আবেদন গুলিকে স্ক্রুটিনি করার
পর যোগ্যদের নাম শর্টলিস্ট করা হবে। ঐ লিস্টে নাম
থাকা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাক দেওয়া হবে।
ইন্টারভিউ তে সফলতা অর্জন করলেই চাকরিতে
নিয়োগিত করা হবে।
*গুরুত্বপূর্ণ তারিখ :*
আবেদন শুরু : 10.12.2021
আবেদন শেষ : 02.01.2022
________________________________________________
সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--
https://worldsahityaadda.blogspot.com/2021/12/wbsetcl-recruitment-2022-wbsedcl.html
__________________________________________________
সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন---
https://worldsahityaadda.blogspot.com/2021/12/bsk-new-recruitment-2022-wb-govt-jobs.html
Comments