কবিতা || অস্থির স্মৃতি || জাহির আব্বাস মল্লিক
অস্থির স্মৃতি
জীবনের স্মৃতিপটে আঁকা ভালোবাসার ছবি গুলো আজ যেন স্পষ্টভাবে ভেসে উঠছে হৃদয় দর্পণে,
ভেসে উঠে যেন সেই উদিত সূর্যের ন্যায় সোনালি বদন।
কখনও বা নয়নের অস্রুজলে ভিজে যায় স্মৃতিপটে আঁকা ভালোবাসার ছবিগুলি,
কখনো যেন ব্যাথার আগুনে জলসে যায় হৃদয় তটে আঁকা ভালোবাসার ছবিগুলি।
Comments