কবিতা || হাঁসি || কাজী রিয়াজউদ্দিন আহমেদ
হাঁসি
আজকে মানুষ ভুলিয়া গিয়াছে ; হাঁসি সে কেমন ছাই -মানুষের মুখে হাঁসি আজ নাই,ক্ষিপ্ত যুগের ঠেলাই।
জিনিসের দাম আকাশ ছোঁওয়া. কিনতে ব্যথা যে লাগে,
মাহিনাতে আর কুলাচ্ছেনা,দুষ্কর প্রানে জাগে!
রক্তে রাঙা এ ধূলির-ধরা,শর-বিদ্ধ যে তাথে,
খাবার সময় মনের মতো থাকছে না গো পাতে।
তাই ত হাঁসি মুছে গেছে,হাঁসবে কি আর ভাই,
ভেজাল ভেজাল সবে ভেজাল ;খাঁটি কোথাও নাই।
তাই ত মানুষ দুখে কাতর, হাঁসবে কি আর ছায়,
হাঁসির বদলে হাঁসতে গিয়ে কান্না যে শুধু পায়।
মানুষের দিল্ হয়েছে যে শিল,চক্ষু চড়ক্গাছ,
চোখের সামনে দেখছে সবাই খর পৃথিবীর নাচ।
অপমান আর লাঞ্ছনা শুধু,ইজ্জৎ কিছু নাই -
মানুষ যে আজ জর্জরিত, কভু মুখে হাঁসি নাই!
Comments