কবিতা || যৌথরাগ || সব্যসাচী মজুমদার
যৌথরাগ
মান্ধাতার যৌথরাগ
যৌথরাগ খুব ঘোরায়
রাস্তাঘাট ঢ্যামনা দাগ পক্ষীছাল মাংসতে
ভনভনাই ভনভনাই
সুপ্ত চিল গুপ্ত ঝিল লুপ্ত রিল
সব ওঠে সব চলে কায়নাদে
হে শামুক, তোর পামুক পড়ছি না
বললে কী ভুল হবে!
তীর ধনুক পীর বনুক পীর বনুক লুব্ধকের
ভনভনাই ভনভনাই
নুন জড়াই মাংসহীন চর্বিতে
নুন পোড়া উত্তাপে এ ধরার প্রত্নাতীত
যৌনস্বাদ
যৌথরাগ যৌথরাগ
আশ্বিনের চাঁদ ডোবে
দ্রংষ্ট্রা চাই লিঙ্গ চাই
নিঃসহায় তক্ষকের
গন্ধ চাই স্বপ্ন চাই
গর্ভীনি সন্তানের
Comments