কবিতা || বিশ্বাস || চাতক পাখি
বিশ্বাস
তোমার পথ
পানে চেয়ে
একা আমি রই বসে।
তুমি আসবে তুমি আসবে
গন্ধ পাই
আমার প্রশ্বাসে নিশ্বাসে।
তোমার পায়ের শব্দ
শুনতে যে
ব্যাকুল কর্ন কূহর।
তুমি আসবে তুমি আসবে ,
তাই বুঝি মাঝি
ভাসিয়েছে তরী সাগরেতে ফেলে নোঙ্গর।
আমি জানি ,
তুমি আসবে তুমি আসবে
প্রভাতের রাঙা ফুল হয়ে।
আর ছড়িয়ে যাবে তা
সুগন্ধ হয়ে প্রভাতের আলোয়
আর বইয়ে যাবে তা সুখের আঁচড় দিয়ে।
Comments