কবিতা || গুপি বাঘা ফিরে গেল || অরবিন্দ সরকার
গুপি বাঘা ফিরে গেল
গুপি বাঘা এসেছিল ফিরে তার দেশে,
রাজকন্যা সঙ্গে নিয়ে রাজকীয় বেশে,
চাওয়া পাওয়া ক্ষান্ত ধর্ম অবশেষে,
সোনা দানা জহরত খেলা একপেশে।
রাজধর্ম নাই হেথা নেতা মন্ত্রী চোর,
ধর্ম কাহিনীতে তাঁরা না কর্নগোচর,
ফিতা কাটে কানকাটা চুরিতে বিভোর,
বসতের কাটমানি বান্দা নাছোড়।
গুপি বাঘা রাজা ছিল অত্র হাবাগোবা,
মসনদ একটাই প্রেরণার ভোঁভা,
ভূতের বরের চেয়ে ভেল্কি মনোলোভা,
তাদের জুতোর চেয়ে চটি পদশোভা।
সবাই তো চলে যাবে থাকবে না কেউ,
ভিখারীরা চেয়ে রবে শব্দে ঘেউ ঘেউ।
Comments