কবিতা || স্মৃতিচারণা || মিলি দাস
স্মৃতিচারণা
নির্বাক নিস্তব্ধ নারীগুলি
যখন উন্মুক্ত বক্ষে দ্বিপ্রহরে
প্রদক্ষিণ করে চলেছে কারুকার্য মন্দির,
হাতুড়ি ছেনি শলাকা রেখে
সমান্তরাল প্রবাহে অন্বেষণে
প্রত্যক্ষ করি গুহা গহবরের চিকচিক করছে বৃষ্টি ফোঁটা মাখা শ্রাবণী মেঘেরা,
ওদের চোখের বিষণ্ণতা ধরা দিয়েছিল
প্রতিটি ভাস্কর্যের অন্তরে।
রিরংসার উৎকণ্ঠা জাগ্রত হয়নি
পাথুরে ঘন ছায়ায়,
বরং মনে পড়েছিল একযুগ আগে ফেলে আসা স্ত্রী,
প্রেয়সী কিংবা রক্তে ভেজা সুডৌল কন্যার কথা।
Comments