কবিতা || আমি || দিলীপ কুমার মধু

 আমি



আমি হিংস্র ।

আমি দুর্বল মানুষের মাথা খাই,

আমি নারীদের বুকে ঢুকে ঋণী হই ।


আমি সবুজ ।

আমি প্রকৃতির বুকে মলম লাগাতে চাই

আমি এই প্রকৃতির সাথে আর প্রকৃতির সম্বন্ধ ঘটাই ।


আমি সাবধানী ।

আমি খালি পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাই ,

আমি মানুষের লোভে করাত চালাতে চাই ।


আমি বিদঘুটে ।

আমি চামচে করে যাবতীয় জঞ্জাল সরাই ।

আমি সবুজ ঘাসের সাথে বন্ধু পাতাই ।


আমি ইচ্ছেধারী ।

আমি দুটো জামা পরে এলোমেলো বোতাম লাগাই 

আমি পকেটে আঁশ রেখে মাছ কেনার সাধ মেটাই ।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ