কবিতা || এক মুঠো রোদ || চাতক পাখি
এক মুঠো রোদ
শীতের আমেজ পড়তে না পড়তেই
না জানি কোথা থেকে হটাৎ টানা বৃষ্টি এসে ,
মনের কোণে ফেলে গেলো
একটা দুশ্চিন্তার ছাপ এক নিমিষে।
অমনি নগেন খুড়ো উঠলো বলে
হতাশ সুরে চায়ের কাপে চুমুক দিয়ে।
"এবার বুঝি আর আর হবে না চাষবাস
কে যেন গেছে পাকা ধানে মই দিয়ে। "
আকাশের যে দেখি যখন তখন মুখভার
সব সময় আঁধার করে ছেয়ে।
এতো দেখি ঋতুর খামখেয়ালী পনা,আর বর্ষা যে দেখি শুধুই একাই সারাবছর যায় গান গেয়ে।
তাই টানা দুদিন ব্যাপী বৃষ্টির ই শেষে
যখন এক মুঠো রোদের পেলুম দেখা।
তখন মনে হলো এতো পুনর্জন্ম
কোনো কিছুই চিরস্থায়ী নয় রয়েছে সবার সীমারেখা।
Comments