দুয়ারে সরকার প্রকল্পে ১০০০০ কর্মী নিয়োগ || Duare Sarkar new requirements || দুয়ারে সরকার প্রকল্পে নিয়োগ || government jobs news 2022
**পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্পে 10 হাজার চাকরির ব্যবস্থা**
এতদিন দুয়ারে সরকার প্রকল্প ছিল একটি সরকারি পরিষেবা
মাত্র , কিন্তু এবার বেকার যুবক যুবতীদের সরকারি চাকরির
সুযোগ করে দেবে এই দুয়ারে সরকার প্রকল্প। এই উদ্যোগটি
গ্রহণ করা হয়েছে কারিগরি শিক্ষা দপ্তরের তরফ থেকে।
বেকার যুবক যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ এর মাধ্যমে
সরাসরি কর্মে নিযুক্ত করা হবে দুয়ারে সরকার শিবিরে।
আসন্ন এই শিবির টি অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে।
ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে "ডিরেক্টর অফ
ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং" সংস্থা। কারিগরি শিক্ষা
দপ্তরের মন্ত্রী শ্রী হুমায়ুন কবীর ইতিমধ্যেই জানিয়েছেন যে,
প্রথম পর্যায়ে রাজ্যে 10000 কর্মসংস্থানের সুযোগ করে দেবে
রাজ্য সরকার। কিন্তু পরবর্তীকালে এই কর্মী নিয়োগ সংখ্যা
আরো বৃদ্ধি প্রাপ্ত হবে।
ইতিমধ্যেই এই উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকার
একটি অ্যাপ লঞ্চ করেছে যার নাম 'আমার কর্মদিশা'। এই
অ্যাপ এর একমাত্র লক্ষ্য হল বেকার যুবক-যুবতীদের
প্রশিক্ষণের মাধ্যমে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে
দেওয়া। চাকরিপ্রার্থীরা এই অ্যাপ এর ব্যাপারে বিস্তারিত তথ্য
সংগ্রহ করতে পারবে ও এর ব্যাপারে আলোকপাত করতে
পারবে আসন্ন জানুয়ারি মাসের দুয়ারের সরকার শিবিরে। ওই
দুয়ারে সরকার শিবিরে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক
ও ইন্সট্রাক্টর থাকবেন যারা চাকরিপ্রার্থীদের বিস্তারিত তথ্য
দিয়ে সহায়তা করবেন এবং একই সঙ্গে ওই শিবিরে
কাউন্সিলারের ভূমিকা পালন করবেন। ইতিমধ্যেই জেলাস্তরে
ও ব্লক স্তরে এই কাউন্সিলরদের 2885 জনের একটি তালিকা
তৈরি করা হয়েছে। এমনকি প্রতিটি জেলায় একজন করে
প্রজেক্ট ম্যানেজার ও দায়িত্বে থাকবেন। একমাত্র বেকার
যুবক যুবতীদের কথা ভেবেই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে
সরাসরি চাকরির সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার।
মন্ত্রীসভার তরফ থেকে জানানো হয়েছে যে, এখানে
আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। উপরন্তু
সরকার আপনাকে প্রশিক্ষণ চলাকালীন মাসিক ভাতার
ব্যবস্থা করে দেবে। রাজ্য সরকার নিজেই প্রশিক্ষণ শেষে
আপনাদের সরাসরি চাকরির ব্যবস্থা করে দেবে। এখানে
সরকার দ্বারা চাকরি করার সুযোগ দেওয়া হবে ছেলে ও
মেয়ে উভয়কেই। দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের চিন্তা ভাবনা
ছিল এইরকম একটি প্রকল্প তৈরি করার কিন্তু করোনা
পরিস্থিতিতে সরকার তা করে উঠতে পারেনি। অবশেষে
আসন্ন জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলা দুয়ারে সরকার
শিবিরের মাধ্যমে বৃত্তিমূলক প্রশিক্ষণ এর দ্বারা রাজ্য সরকার
সকল বেকার যুবক যুবতীদের কর্মমুখী করে তোলার জন্য
উদ্যোগী হয়েছে।
___________________________________________________
সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--
https://worldsahityaadda.blogspot.com/2021/12/sbi-new-recruitment-2022-state-bank-of.html
________________________________________________
সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন ---
https://worldsahityaadda.blogspot.com/2021/12/aiims-c-kalyani-aiims-recruitment-2022.html
_________________________________________________
সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন---
https://worldsahityaadda.blogspot.com/2021/12/asha-karmi-recruitment-2022.html
Comments