কবিতা || কোন এক নিশুতি রাতে || বিশ্বেশ্বর মহাপাত্র

 কোন এক নিশুতি রাতে



কোন এক নিশুতি রাতে,

আমার প্রভু এলেন নয়ন পাতে৷


বললেন হেঁকে নামটি মোর,

খোকা,নিরুদ্দেশের পথে যাবি?

তুই আর আমি জীবন ভোর৷


আমি হতবাক তার সে বানী শুনে—

চিমটি কাটি আপন দেহের পরে,

সত্যি না'কি স্বপ্ন দেখা ঘুমের ঘোরে৷


আমি দেখি আমার প্রভু স্বর্ণকমল রথে,

নিচ্ছে তুলে আমায় মায়াজালে

মহাশূণ্যের নিরুদ্দেশের পথে৷৷


আমি অপারগ ছিন্ন করতে সে জাল খানি,

তবুও আমার প্রভুর মিষ্ট ভাষে

নয়ন ভরে দেখছি পথের পাশে

অনাদি অনন্তকালের নিরুদ্দেশের পথে-র লাবনি৷


তবুও শুনি সেই সুমধুর ভাষ 

আমার প্রভুর কন্ঠ হতে,

ভয় কি ব্যাটা;আমিতো আছি

তোর এই নিরুদ্দেশের পথে৷

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ