গদ্য || স্বপ্নে দেখা কাশ্মীর ভূস্বর্গ || জাহির আব্বাস মল্লিক
স্বপ্নে দেখা কাশ্মীর ভূস্বর্গ
জীবনের ডাইরিতে লেখা ভালোবাসার পাপড়িগুলি উল্টাতে উল্টাতে,মনের ট্রেনে পাড়ি দিলাম আমাদের দেখা স্বপ্নের কাশ্মীর ভূস্বর্গ।
যেখানে ছিল গাছহীন ছায়া,তুষারহীন বরফ, আগুন ছাড়া উত্তাপ,দিশাহীন লক্ষ্য, আমিহীন আমি ।
কে তুমি?এখনো রাত দিন শুধু তোমাকেই শুনি, স্বপ্নে শুধু তোমাকেই ছুঁই।
যেদিন তুমি এসেছিলে হৃদয়ের প্লাটফর্মে,সেদিন থমকে গিয়েছিলো অতীত- বর্তমানের সমস্ত ট্রেন। থমকে গিয়েছিল নদীর স্রোত, সমুদ্রের ঢেউ, আরো কতকিছু।
কিন্তু আজ শুন্য একলা খামার আশাবাদী,ঘরের বারান্দাটা এখন যেন শূন্য পাখির খাঁচার মতো মাকড়সার জালের কারুকার্য।পুকুরের পাড় এখনো খালি রাস্তার পাশে বসা চেয়ারটাও আজ শুন্য। ফোনের জয়ধ্বনি ও বাজে না আর। দাঁড়িয়ে থাকে না কেউ,দেখেনা কোন পূর্ণিমা।
আজ বছর কয়েক হল তুমি উঠেছ অন্য নদীর পাড়, তবুও এই নদীতে ঢেউ উঠে চলে, হতে থাকে জোয়ার ভাটা। আর অতীতে দেখা স্বপ্নের ভূস্বর্গ আজও দেখতে ইচ্ছা করে। আজও ভিড় করে আমার হৃদয়ের কল্পনার আকাশে। কিন্তু আজ তুমি আছো আপনজনের সঙ্গে আপনার পাশে।।
Comments