বাংলা সহায়তা কেন্দ্রে নতুন নিয়োগ || bsk New Recruitment 2022 || WB govt jobs || www.bsk.wb.gov.in || government jobs news
*নতুন কর্মী নিয়োগের ঘোষণা করলো বাংলা সহায়তা কেন্দ্রে (BSK)
Recruitment in WB BSK for 2021-22*
##সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে
পশ্চিমবঙ্গের বাংলা সহায়তা কেন্দ্র-এর (BSK) তরফ
থেকে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ
করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যা চলবে
*15-01-2022* তারিখ পর্যন্ত।এখানে সরাসরি আবেদন
করার জন্য আপনাকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী
বাসিন্দা । এটি রাজ্য সরকারের একটি চাকরি। এই
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য (অফিশিয়াল
নোটিফিকেশন) নিচে বিস্তারিত ভাবে দেওয়া আছে এক
নজরে দেখে নিন।
পদ:-- বাংলা সহায়তা কেন্দ্র দপ্তরে বিভিন্ন পদে কর্মী
নিয়োগ করা হবে। যেসকল পদে কর্মী নিয়োগ করা হবে
সেগুলি যথাক্রমে হল-
*Help-Desk Personnel* ,
*Reconciliation Personnel* ,
*Senior Software Personnel* ,
*Chief Finance Officer (CFO)* ,
*Chief Technology Officer (CTO)* ,
*Chief Operating Officer (COO)*
আবেদন পদ্ধতি:-- আপনাকে সরাসরি অনলাইনের
মাধ্যমে আবেদন করতে হবে। অফিশিয়াল
নোটিফিকেশন টা ভালো করে পড়লে আবেদন সম্পর্কে
বিশদে জেনে নিতে পারবেন। এছাড়াও নিচের দেওয়া
রাজ্য সরকারের সরকারি ওয়েবসাইট বা রাজ্য
সরকারের অফিশিয়াল সাইট থেকে আবেদন করতে
পারবেন।
আবেদন করার ওয়েবসাইটটি হল-
নিয়োগ পদ্ধতি:-- এখানে কোন রকম লিখিত পরীক্ষা
দিতে হবে না প্রার্থীদের। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে
নিয়োগ করা হবে এই পদগুলোতে। এখানে সফলভাবে
আবেদন করার পর প্রার্থীদের নাম short-listed করা
হবে। এরপর আপনি BSK অফিশিয়াল পোর্টালে
আপনার নাম ও আপনার ইন্টারভিউ এর তারিখ, সময় ও
ইন্টারভিউ এর স্থান দেখে নির্দিষ্ট সময়ে ইন্টারভিউতে
যোগদান করতে পারবেন। এই ইন্টারভিউ থেকেই
প্রার্থীদের নাম বেছে নিয়ে ফাইনাল লিস্ট করা হবে এবং
অতঃপর সেই সকল সিলেক্টেড প্রার্থীদের চাকরি হয়ে
যাবে।
শিক্ষাগত যোগ্যতা:--- এই পদের জন্য প্রার্থীদের
গ্রাজুয়েশন পাশ হতে হবে। তাছাড়া আরো অন্যান্য উচ্চ
যোগ্যতায় এখানে বিভিন্ন চাকরি পদ আছে। কিন্তু
আপনাদের অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে
হবে।
বয়স সীমা:--- প্রার্থীদের বয়স অবশ্যই 18 থেকে 55
বছরের বাইরে হওয়া যাবে না।
আবেদনের অন্তিম দিন:--- 15 ই জানুয়ারি 2022
তারিখের মধ্যে প্রার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে।
চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নিছে দেওয়া
অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে নিন।
OFFICIAL WEBSITE:---
__________________________________________________
সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন---
https://worldsahityaadda.blogspot.com/2021/12/duare-sarkar-new-requirements.html
__________________________________________________
সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--
https://worldsahityaadda.blogspot.com/2021/12/indian-agricultural-research-institute.html
_______________________________________________
সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন ---
https://worldsahityaadda.blogspot.com/2021/12/asha-karmi-recruitment-2022.html
Comments