কবিতা || মধুচন্দ্রিমা || অরবিন্দ সরকার
মধুচন্দ্রিমা
অমাবস্যাপূর্ণিমা মুক্ত যাত্রাপথ
এ স্বপ্নের উড়ান,
ভ্রমর ভ্রমরী চকিতে মধু চয়নে,
ছোটাছুটি অবিরাম।
বিধবার বিচ্ছিন্নের পুনর্বিবাহ,
মধুচন্দ্রিমা আবার,
জন্মদিন বর্ষ পালন একবার ,
এটা হোক বারম্বার।
নক্ষত্রের আজন্ম নক্ষত্র পতন
অর্থের সঙ্গে মোলাকাৎ,
বৈরাগী বোষ্টুমীর দ্বারে ভিক্ষা,
মধুচন্দ্রিমা কুপোকাত।
ময়দানে ক্রিকেটে হাঁকে ছক্কা,
বোষ্টুমীর ছক্কা লুডোয়,
গরীবের প্রতিদিনই একাদশী,
উপোষে প্রাণ জুড়োয়।
গরীব মেয়ের তার পুনর্বিবাহে,
চারিত্রিক বদনাম নষ্টা,
ধনীর রাণী আমদানি রপ্তানি
উচ্ছিষ্ট মধুপানে ভ্রষ্টা।
টাকায় ঢাকা যায় মানসম্মান
পাওয়া যায় আদর,
নির্ধন গরীবের স্বপ্ন মধুচন্দ্রিমা,
আছে ইজ্জতের কদর।
Comments