গদ্য || মালের কথোপকথন || অরবিন্দ সরকার
মালের কথোপকথন
হ্যাঁরে পচা মালের দাম যেভাবে বাড়ছে, বেঁচে থাকাটা দায়। গ্রামের মণ্ডপে পচা ও ভজা কথা বলছে বাঁশের মাচায় ব'সে। পচা বলেই চলেছে কোথায় আর যায় বল্ ভজা ? সর্বত্রই সমানে দাম বেড়েই চলেছে।
ভজা- কে বলেছে যে মালের দাম বেড়েছে? আমি আজকেই সস্তায় মাল নিয়ে এলাম।যে মালের দাম বেড়েছিল নাগালই পেতাম না।এখন ধরাছোঁয়ার মধ্যে রয়েছে। অনেক দাম কমে গেছে।এখন চুল্লুর সমান বিলেতির দাম।মালের দাম কোথায় বেড়েছে ?
পচা-- ও মালের কথা বলিনি আমি। বলেছি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের কথা!
ভজা - মদ কি নিত্যপ্রয়োজনীয় পণ্য নয়? সবার দরকার , সবাই খায়! না খেলে কি জীবন যন্ত্রনা ভোলা যায়।
পচা -- সে খায় ঠিকই আমরা।ওতে তো পেট ভরে না, শুধু মনটা ভরে। এটা নেশার জিনিস।
ভজা - ভাত খাওয়াও তো নেশা? ও খেলেই ঘুম আসে।তার উপর যদি পচিয়ে ভাত রাখি তো পচাই মাল তৈরি হয়।
পচা - তুই বুঝতে পারছিস না।বাড়ীর মাল মানে মালকিন,এ মাল খেয়ে গেলে জীবনটাকে পয়মাল করে ছাড়বে! বলবে ভাত দেবার মুরোদ নাই এই আমার ভাতার! সারাদিন মাল গিলে আসবে আর আমার দিকে নজর নাই? পরনের কাপড়টা যে ছিঁড়ে গেছে তার ব্যবস্থা নাই? তাই ওসবে না গিয়ে অন্য কথা বল্ ।
ভজা - তুই বলছিলি মালের দাম বেড়েছে? লরিতে পরিবহনে যেসব মালামাল আসে সেগুলোর কথা বলছিলিস তো তুই? আরে আলু বেগুন পটল মূলো শাক সব্জি সবকিছুই মাল। তেমনি মদটাও মাল। বরং যত্ন সহকারে পরিবহনে এ মাল আসে।
সিনেমাওয়ালা সব মালেরা এ মাল খায়। আর শুধু শুধু আমরা যখন খায় তখন চুল্লু বলে।আর ওরা খেলে সেটা মাল হ'য়ে যায়!
পচা - মাল না খেয়েও ঐ পাড়ার নাম মালপাড়া ? মাল জাতির বাস তাই। পুলিশ এসে ঐ মালপাড়ায় আগে তল্লাশি করে মালের খোঁজে।মাল না পেয়ে সুমত্ত মেয়েদের দিকে তাকিয়ে বলে এই মালটা তো বেশ বটে? তাই মাল পরিবহনে ,জাতিতে, সন্তান সন্ততিতে নাম নিয়ে বেঁচে আছে।
ভজা- চোর চুরি করে আর পুলিশ বলে বামাল সমেত ধরা পড়েছে।ওখানেও বা--মাল!
আবার চৌকিদার হেঁকে হেঁকে বলে সামাল সবে সামাল। মাল সামলাতেও আছে সা-- মাল। আবার খেলার মাঠে ভকাভগ গোল দিয়েছে সে আবার কামাল কামাল রবে বেসামাল।
হায়রে মাল! সর্বত্র বিরাজমান তুমি!
পচা- সে ঠিকই। তোর মনে আছে যখন হামাগুড়ি ছেড়ে তুই বড় হ'লি তখন সবাই বলছে যে দামাল ছেলে! এই দামাল ছেলে নিয়েই তো সব দলে দলে লড়াই।সব দলেই মাল থাকে। আমরা মাল খায় আর ওরা মালশা খায়।
ভজা - হুম এবার মালুম পেলাম।মাতাল বলে বেসামাল নই আমি।কারো পায়ে তেল মালিশ করি না? পরের মালে আমার লোভ নেই। তবে জানি বিষমদ খেয়ে ম'লে বেমালুম লাখ টাকা ঘরে ঢুকবে ! ঘরের মাল রক্ষা করা উচিত এটা ট্যারামালেও বোঝে। নামালে বোঝা শরীর হালকা হয়। তাই বাড়ি গিয়ে মাল চুকিয়ে সন্ন্যাস নেবো।খামালু আর রাখবো না। তুই ও তো পচা মাল!চল্ রুমাল ঝেড়ে ধূলো ময়লা ফেলে নিজ নিজ ঘরে ফিরি।
Comments