Sunday, December 19, 2021

কবিতা || ঋণ || অভিজিৎ দত্ত

 ঋণ



দুদিনের জীবন এই ভবে

হিংসা,মারামারি করে কী হবে?

মিথ্যা ঝগড়া,মারামারি ছেড়ে

দেশের, দশের জন্য 

পারো তো কিছু করো

ভালো কাজের মাধ্যমেই 

জীবন সুন্দর করে গড়ো।


দুর্লভ এই মানবজীবন 

এটা আমরা বুঝি কয়জন?

হেলায় মানবজীবন নষ্ট না করে

দেশ ও দশের জন্য কিছু করো।


কিজন্যে পৃথিবীতে এসেছো

আর তুমি কী করছো

কখনও কী এটা নিয়ে ভেবেছো?


আমরা পৃথিবীতে জন্মায়

অনেক ঋণ নিয়ে

ভালো কাজের মাধ্যমেই 

ঋণশোধ করে দিয়ো।

No comments: