কবিতা || বেহুলা-যন্ত্রণা || গোবিন্দ মোদক
বেহুলা-যন্ত্রণা
ভরা শ্রাবণ। খল খল খল জল। স্রোত।
কলার মান্দাসে ভাসে বেহুলা ভেলা।
শায়িত লখিন্দর।
নিষ্প্রাণ, কালনাগিনীর রোষে।
ভেলা ভাসে।
শায়িত লখিন্দর। সুন্দরী বেহুলা।
পাট পচা জল গন্ধ ছড়ায়।
গন্ধ ছড়ায় লখিন্দরের সাপে কাটা শরীর।
ভেলা ভাসে। সুন্দরী বেহুলা-ভেলা।
ভেলা ভাসে। সাথে বেহুলা-যন্ত্রণা।
আর কতো দূর নেত্যধোপানীর ঘাট !
ভেলা ভাসে। ভাসে বেহুলা-যন্ত্রণা !
Comments