Sunday, December 19, 2021

গল্প || করিম চাচা ও সাদ্দাম || আব্দুস সাত্তার বিশ্বাস

 করিম চাচা ও সাদ্দাম




করিম চাচার খামার পাড়ার ছেলেদের খেলার জায়গা। তিনি এদের প্রত‍্যেককে চেনেন এবং জানেন। এদের মধ্যে একজন বাদে সবাই ভালো ছেলে। করিম চাচার মতে,একে এখনই সংশোধন করা দরকার। না হলে বড় হয়ে পরে একটা গুণ্ডা, বদমাশ তৈরি হবে। মানুষ হবেনা। তার আচরণ, দেহভঙ্গিমা আর যা মনোভাব।


অতএব করিম চাচা কোন মারধর ও বকাঝকা ছাড়াই তাকে একদিন ডাকেন, সাদ্দাম!

কী, বলেন?

তোকে আমি রোজ ত্রিশ টাকা করে দেব, নিবি?

হ‍্যাঁ, নেব।

কিন্তু কেন দেব, জানিস?

না। কেন?

তুই হলি খুব ভালো ছেলে, তোকে আমার খুব ভালো লাগে। কারণ, তুই কারও সাথে ঝামেলা করিস না। আর দেখ, বাকিদের চিৎকার আর চেঁচামেচিতে আমি বাড়িতে টিকতে পারিনা। তাই, আমি ঠিক করেছি, তোকে রোজ ত্রিশ টাকা করে দেব। এই নে, আজকেরটা; আবার আগামীকাল দেব। এটা তোর ভালো ছেলে হওয়ার পুরস্কার।


পরেরদিন তিনি ওর মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করেন এবং কিছু দিনের মধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখে তিনি কী আনন্দ পান!

No comments: