Merit cum Means Scholarship 2022 || Swami Vivekananda scholarship Form fill up || বিকাশ ভবন স্কলারশিপ 2022
##রাজ্যের স্কুল ও কলেজের পড়ুয়াদের পড়াশোনার
সুবিধার্থে স্কলারশিপ ঘোষণা রাজ্য সরকারের। wb
swami vivekananda scholarship। পশ্চিমবঙ্গ
সরকারের এই স্কলারশিপের (WB Scholarship) আর
এক নাম হল বিকাশ ভবন স্কলারশিপ। মাধ্যমিক,
উচ্চমাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী
ক্লাসে যাঁরা ভর্তি হয়েছেন, তাঁরা এই স্কলারশিপে
আবেদন করতে পারেন। পেতে পারেন ১০০০ টাকা
থেকে ৫০০০ টাকা পর্যন্ত।
প্রতিবারই এই স্কলারশিপ পেয়ে থাকে স্কুল কলেজের
ছাত্র- ছাত্রীরা। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন করা যাবে।
কারা পাবেন এই স্কলারশিপ ?
এই স্কলারশিপ পেতে হলে আগে মাধ্যমিক, উচ্চ
মাধ্যমিক থেকে শুরু করে যে কোনও পরীক্ষায় ৭৫
শতাংশ নম্বর পেলে এই বৃত্তির জন্য আবেদন করা যেত।
এ বার থেকে ৬০ শতাংশ নম্বর পেলেই পাওয়া যাবে এই
বৃত্তি। স্নাতকোত্তর শ্রেণীর জন্য ৫৩% নম্বর পেলেই এই
বৃত্তি পেতে পারেন।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ
করে পরবর্তী ক্লাসে যাঁরা ভর্তি হয়েছেন, তাঁরা এই
স্কলারশিপে আবেদন করতে পারেন। তাহলে ১০০০
টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
যেমন, উচ্চমাধ্যমিকে ভর্তি হয়ে থাকলে মাধ্যমিকে ৬০
শতাংশ নম্বর থাকতে হবে। স্নাতক স্তরে (অনার্স/নার্সিং/
প্যারামেডিক্যাল/ ইঞ্জিনিয়ারিং/ ডিপ্লোমা) ভর্তি হয়ে
থাকলে উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর পাওয়া
প্রয়োজন। পোস্ট গ্র্যাজুয়েশন যাঁরা ভর্তি হয়েছেন
তাঁদের গ্র্যাজুয়েশনে ৫৩ শতাংশ নম্বর থাকতে হবে।
এছাড়া আবেদনকারীকে রাজ্যের বাসিন্দা হতে হবে।
এছাড়াও আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয়
আড়াই লক্ষ টাকার কম হতে হবে।
কীভাবে আবেদন করবেন ?
আবেদন করতে হবে অনলাইনে--
এই ওয়েবসাইটে সরাসরি আবেদন করতে পারবেন।
স্কলারশিপ পেতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা আবেদন করার
সময় যে কোর্সের জন্য স্কলারশিপ চাইছেন তা বেছে
নিতে পারবেন। আবেদন করার সময় জন্মের শংসাপত্র,
পরীক্ষার অ্যাডমিট, আধার কার্ড এবং মার্কশিটের
স্ক্যান কপি দিতে হবে। সেই সাথে পারিবারিক আয়ের
শংসাপত্র দিতে হবে। স্কলারশিপ পাওয়ার যোগ্য হলে
তার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
___________________________________________
সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--
________________________________________________
সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন ---
Comments