কবিতা || শীত || আশীষ কুন্ডু

 শীত




শীত- উত্তর দাও- হিম পাহাড়ের 

তুষার ছৌ নাচছে যে শৃঙ্গ 

ভৈরবের পায়ের তলায় 

পরিযায়ী হাওয়ায় উড়ছে মিহি তুহিন 

ধ্যানমগ্ন মহাকাল আবছায়া আলোবনে! 

ভেসে আসে শীতল বাতাস ,

ধারাস্রোতে -সভ্যতার জনপদে!


শীত- উত্তর দাও- ঝরাপাতায় 

বৃক্ষেরা অবগুণ্ঠন খোঁজে 

একটু রোদের আশিয়ানায়!

রাতের আকাশ বেয়ে নামে কুয়াশা ,

মাটির বুকে শুয়ে থাকা শব্দেরা ঘুমোয়

ঘাসের গালিচায় জেগে থাকে-- 

তবু জীবনের স্পন্দন ।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ