ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে ৬৪১ টেকনিশিয়ান নিয়োগ || Indian Agricultural research Institute recruitment 2022 || government jobs news 2022

 

মাধ্যমিক ছেলে মেয়ে দের জন্




***ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে ৬৪১ টেকনিশিয়ান***




আই.সি.এ.আর. ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ

 ইনস্টিটিউট সারা ভারতের বিভিন্ন রিজিওন্যাল অফিসে

 কাজের জন্য ‘টেকনিশিয়ান (T-1)' পদে ৬৪১ জন

 ছেলেমেয়ে নিচ্ছে। 


মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন।

বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তপশিলীরা ৫

 বছর, ও.বি.সি.'রা ৩ বছর ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে

 ছাড় পাবেন।


মূল মাইনে : ২১,৭০০ টাকা।


শূন্যপদ : ৬৪১টি (জেনাঃ ২৮৬, ও.বি.সি. ১৩৩,

 সি.ডব্লু.এস. ৬১, তঃজাঃ ৯৩, তঃউঃজাঃ ৬৮)। শূন্যপদের

 সংখ্যা প্রয়োজনে বদল হতে পারে।

এই পদের বিজ্ঞপ্তি নং: 1-1/2021 Recit

 Cell/Technician



প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ১০০ নম্বরের

 দেড় ঘন্টার পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েজ

 টাইপের প্রশ্ন থাকবে এইসব বিষয় (১) জেনারেল নলেজ

 ২৫ নম্বর, (২) অঙ্ক ২৫ নম্বর,

(৩) সায়েন্স ২৫ নম্বর, (৪) সোশ্যাল সায়েন্স ২৫ নম্বর।



দরখাস্ত করবেন অনলাইনে, ১৮ ডিসেম্বর থেকে ১০

 জানুয়ারি পর্যন্ত।


এই ওয়েবসাইটে -- www.iari.res.in 


 বৈধ ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট

 মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে

 ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে

 সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর

 স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করবেন। তখন পরীক্ষা

 ফী বাবদ নির্দিষ্ট টাকা দেবেন।


আরো বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটেে--

www.iari.res.in


______________________________________________




সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন-

https://worldsahityaadda.blogspot.com/2021/12/duare-sarkar-new-requirements.html


_______________________________________________



সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--

https://worldsahityaadda.blogspot.com/2021/12/sbi-new-recruitment-2022-state-bank-of.html


______________________________________________



সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--

https://worldsahityaadda.blogspot.com/2021/12/asha-karmi-recruitment-2022.html

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ