দুয়ারে রেশন প্রকল্পে নিয়োগ 2022 || Duare reson prokalpo recruitment 2022 || Duare sarkar recruitment 2022 || government jobs news
**পশ্চিমবঙ্গ রাজ্যে কর্মী নিয়োগ দুয়ারে রেশন প্রকল্পে**
**দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি
করল পশ্চিমবঙ্গ এর আরও একটি জেলা । মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন
জেলা থেকে একে একে দুয়ারে রেশন প্রকল্পে কাজের
জন্য প্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে।
বিভিন্ন জেলার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলে তা
https://worldsahityaadda.blogspot.com/?m=1
ওয়েবসাইটে একে একে পোস্ট করা হচ্ছে।
একইরকম ভাবে পশ্চিমবঙ্গ এর নতুন একটি জেলা থেকে
দুয়ারে রেশন প্রকল্পে নিয়োগের আবেদন চলছে। কোন
জেলায় নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা,
বয়সসীমা এবং আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য নীচে
দেওয়া হল।
পদের নাম- অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর
(Additional Data Entry Operation/ DEO)
বয়স সীমা- এই পদে আবেদনের জন্য আবেদনকারীর
বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর। বয়স হিসাব করতে হবে
৮ অক্টোবর, ২০২১ তারিখের হিসাবে।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীদের যোগ্যতা হতে হবে
যেকোনো বিষয়ে স্নাতক পাশ। তাছাড়া কম্পিউটার
অ্যাপ্লিকেশন বিষয়ে কোর্স পাশ করে থাকতে হবে।
আবেদন পদ্ধতি- আবেদন পত্রের ফরম্যাট প্রতিটি
জেলার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আবেদন পত্রটি একটি A4 সাইজ কাগজে প্রিন্ট আউট
করে যথার্থভাবে পূরণ করতে হবে। সঠিকভাবে পূরণ
করা আবেদনপত্র ও আবেদনকারীর নথিপত্রের জেরক্স
কপি সংযুক্ত করে একটি বন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় জমা
দিতে হবে।
Comments