Sunday, December 12, 2021

কবিতা || ব‍্যবধান || মহীতোষ গায়েন

 ব‍্যবধান



ব‍্যবধানটা ক্রমশঃ বেড়েই চলেছে

কিসের ব‍্যবধান,কি ব‍্যবধান সেটা

সময় বলে দেবে,বলে দেবে কাছের

অথবা দূরের প্রিয় কিম্বা অপ্রিয়জন।


আকাশের সাথে বাতাসের ব‍্যবধান

বাড়ছে,জলের সাথে স্থলের ব‍্যবধান

বাড়ছে,মনের সাথে মননের,মানুষের

সাথে মানুষের ব‍্যবধান বেড়েই যাচ্ছে।


আমরা দেখে দেখছি না,শুনেও শুনছি না

জেনেও জানছি না,বুঝেও না বোঝার ভান

করছি,আমাদের অতীত করেছে,বর্তমানও

করছে,ভবিষ্যতেও করবে,এটাই চিরায়ত।


সম্পর্কের মধ‍্যে ব‍্যবধান,সম্পর্কের বাইরে

ব‍্যবধান,সম্পর্কের জন‍্য ব‍্যবধান বাড়ছে,

ব‍্যবধান কমছে দুর্নীতির সঙ্গে দুর্নীতির,

মৃত্যুর সাথে মৃত্যুর,মানুষ দৃশ্যত নির্বাক।

No comments: