কবিতা || ছলনার ভিখারি || সুব্রত মিত্র
ছলনার ভিখারি
আমি আবারও লোভের আকাশে নিজেকে ভাসালাম
পোশাকি বর্ণনায় কতিপয় ভিন্ন ছবি আঁকলাম,
নিজের প্রকৃত ছবিটাকে ঢেকে রেখে নকল ছবিতে নিজেকে রাঙালাম।
চারিদিকে এত সাজ
আজ বড় সুন্দর লাগে এই ভদ্র সমাজ,
মনোবিকাশের ভাণ্ডার ভুলে যাব; হয়তো আজ কিছু পাব
নাব্যতার সীমাবদ্ধতায় থাকে যেন মার্জন,
নাটকীয় মনোরম করবে আমাকে জানি বিভ্রম
অগত্যা কর্ণের পাশে হবে সেই বাণী শ্রবণ,
সময়ের কাছে আছে মোর ইতিহাস
সময়ই হয়তো জানাবে সমন।
তবু বলি একটি কথা বারবার
এই সময়ের কাছে নেই ভাষা জানাবার কৃতজ্ঞতার
নিয়েছিল কেড়ে সব হয়েছিল ছারখার
সময়ের হাত ধরে সময়ই ফিরিয়ে দিল তাহা আবার
সার্থক তোমাদের দেয়া ভালোবাসা; প্রেরণা; সার্থক জনম আমার।
Comments