Sunday, December 12, 2021

কবিতা || মধ্যবর্তী চরাচর || উদয়ন চক্রবর্তী

 মধ্যবর্তী চরাচর 



বাতাসের অশরীরি শরীর বয়ে নিয়ে চলে শব্দের শব সে অবয়বে যে

কথা জাপটে থাকে সে কবিতা শরীর

নির্মাণ করে নিজের মননের রসে 

মানুষ আঁকিবুকি কাটে নিজের 

বরাদ্দ চৌহদ্দির আয়তক্ষেত্রে।

কখনও উল্লাস কখনও বিষাদ 

নিয়ে চলে শেষ পারানির দিকে 

আমি তুমি সবাই ঘুন পোকা পুষি।

গুড়ো গুড়ো হয়ে সুখ ঝরে পরে

অসুখের রুপান্তরে বোঝা যায়না 

সুখ অসুখের মধ্যবর্তী চরাচর

ঘুরে চলে চক্রবত যাপনের ইতিবৃত্ত।

No comments: