SSC -র মাধ্যমে কয়েক হাজার group- c কর্মী নিয়োগ || Staff Selection Commission Combined Graduate Level Examination 2022 || ssc CGL recruitment 2022
SSC -র মাধ্যমে কয়েক হাজার group- c কর্মী নিয়োগ
সমগ্র দেশজুড়ে চাকরি প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ
খবর। প্রতিবছরের মতো এবছরও ssc তথা কেন্দ্রীয়
স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কয়েক
হাজার group-c ও group-b পদে কর্মী নিয়োগের
বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ প্রক্রিয়া হবে কম্বাইন্ড
গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে। কি কি পদে
নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি, বয়সসীমা
কত হতে হবে, কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য
জানতে পারবেন আজকের এই পোস্ট এর মাধ্যমে।
Staff Selection Commission Combined Graduate Level Examination 2022.
যেসব পদে নিয়োগ করা হবে- অ্যাসিস্ট্যান্ট অডিট
অফিসার, অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার,
অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইন্সপেক্টর অফ
ইনকাম ট্যাক্স, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর,
সুপারিনটেনডেন্ট, ডিভিশনাল একাউন্টেন্ট, জুনিয়ার
স্ট্যাটিস্টিকাল অফিসার, অডিটর, একাউন্টেন্ট, ট্যাক্স
অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি।
শূন্যপদের সংখ্যা- কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন
কমিশন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা
জানানো হয়নি। তবে কিছুদিনের মধ্যেই শূন্যপদের
প্রকাশ করবে সব সিলেকশন কমিশন। প্রতি বছরের
মত এই নিয়োগে শূন্যপদের সংখ্যা থাকে প্রায় ৫ থেকে ৭ হাজারের মতো।
জাতীয়তা- উপরের পদগুলিতে আবেদন করার জন্য
আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে।
অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা
উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এছাড়া
পাশাপাশি নেপাল এবং ভুটানের নাগরিকরাও
শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।
বয়সসীমা- বিভিন্ন পদ অনুযায়ী বয়সসীমা বিভিন্ন
রকম রয়েছে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২২
তারিখের হিসাবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম
অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার,
অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার, জুনিয়র
স্ট্যাটিস্টিকাল অফিসার, স্ট্যাটিসটিক্যাল
ইনভেস্টিগেটর গ্রেড- ২, অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল
কম্পানি ল এপিলেট ট্রাইবুনাল, রিসার্জ অ্যাসিস্ট্যান্ট
ইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এই পদ গুলি
বাদে বাকি সমস্ত পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে
হবে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ। শিক্ষাগত
যোগ্যতা ২৩ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে শেষ করে থাকতে হবে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন সরাসরি
অনলাইনে। স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল
ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।
অফিসিয়াল ওয়েবসাইট- https://ssc.nic.in/
ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
অনলাইনে আবেদন করার জন্য নতুন প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনকারীর মোবাইল নম্বর এবং ইমেইল আইডি তে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পাওয়া যাবে। রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করতে পারবেন।
যেসব প্রার্থীদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তাদের ক্ষেত্রে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। আগের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সরাসরি আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। ফটোর ওপরে ফটো তোলার তারিখ উল্লেখ থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ-- আবেদন করা যাবে আগামী ২৩ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।
আবেদন ফি- জেনারেল এবং ওবিসি প্রার্থীদের
আবেদন ফি বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মহিলা প্রার্থী, শারীরিক
প্রতিবন্ধী, অবসরপ্রাপ্ত কর্মীদের আবেদন ফি জমা দিতে হবে না। অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে
আগামী ২৫ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।
পরীক্ষা কেন্দ্র- পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষার
কেন্দ্র থাকে। এবারেও পশ্চিমবঙ্গের আসানসোল,
কল্যাণী, কলকাতা ও শিলিগুড়িতে পরীক্ষা কেন্দ্র রয়েছে।
নিয়োগ পদ্ধতি- নিয়োগ করা হবে মোট চারটি ধাপে।
টায়ার ১ কম্পিউটার বেসড এক্সামিনেশন, টায়ার ২
কম্পিউটার বেসড এক্সামিনেশন, টায়ার ৩ হাতে কলমে
পরীক্ষা (ডেস্ক্রিপটিভ পেপার), টায়ার ৪ কম্পিউটার
টেস্ট/ ডাটা এন্ট্রি টেস্ট।
অফিসিয়াল নোটিশ টি ডাউনলোড করতে এবং ফর্ম ফিলাপ করতে নীচের লিঙ্কে ক্লিক করুন--
___________________________________________
সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--
Comments