কবিতা || মন || আশীষ কুন্ডু
মন
মন যখন পোড়ে, তখন নদীর জল
ধোঁয়ায় ভরা সবুজ, স্বপ্ন টলমল!
মন যখন নৌকা, পাড়ের স্বল্পভাষ
চিকচিক জল, প্রলম্বিত আকাশ!
মন যবে চোখে, তখন ঝাঁক পায়রা
গাঙের বাঁকে গান, কলস যেন ভরা!
মন যখন বিমুখ, বিস্বাদ স্বপ্নের
কাঁচের চুড়ি ভেঙে,বিচ্যুত প্রাণের!
মন যখন শরীর, দোলাচলে জগত
মনকে চেনা ভার, নানা মুনির মত।
Comments