আয়রে তোরা জলদিরে
বিজন বেপারী
মেঘ রোদ্দুরের লুকোচুরি
এমন ছবির নেইতো জুড়ি
কী যে মধুর খেলা,
ঘোড়ার বেগে ছুটছে কে সে
রাজা রাণী নায়ের বেশে
শুভ্র মেঘের ভেলা।
নদীর দুকূল শান্ত অতি
মাঝ খানেতে চপল মতি
বাড়ায় মায়া চোখে,
বলি তাকে ওহে নদী
আমার যদি বন্ধু হতি
কে বা তাকে রোখে?
শরৎ আকাশ শিউলী তলে
ফুল কুড়িয়ে মালা গলে
দুগ্গা মায়ের মন্দিরে,
কাশের বনে খুশির জোয়ার
আজকে বিকেল নয়তো শোয়ার
আয়রে তোরা জলদিরে।
No comments:
Post a Comment