দৃঢ় আবদার
বিদিশা চক্রবর্ত্তী
চাঁদের আলো, নদীর পাড়,
ঝিকিমিকি হীরে ছড়ানো আকাশ -
বড্ড কাব্যিক উপস্থাপনা মনের মরীচিকার।
সঙ্গটা হোক অমাবস্যার ঘন তমসাময় রাতে;
কিংবা নির্জন, শুনশান দীর্ঘ পথে; অথবা,
কোনো শ্মশানের কাছ ঘেঁষা গভীর বনে।
প্রতিশ্রুতির ঠুনকো অভিনয় নয়,
হোক প্রবীণতার ছোঁয়ায় সম্পর্কের প্রতিস্থাপন।
জমকালো সাজপোশাকের আড়াল ছেড়ে
স্বচ্ছ, কোমল আসল রূপের অন্তর্দর্পণে চোখাচুখি।
হারিয়ে যাওয়ার প্রহসন নাটকের
হোক পুরু যবনিকা পতন।
দৃষ্টি যাক যেদিকেই চিন্তন, মননে
অদ্বিতীয়ার চরাচর স্থায়ী হোক।
আনন্দের ঝর্ণায় গা ভাসানোর বদলে
জনজোয়ারের স্রোতে মুঠোয় দৃঢ় হাত।
শত ব্যস্ততার মাঝে একটু খোঁজখবর,
ভুল বোঝাবুঝির প্রাচীর ভেঙে ছন্দমিল।
অনেক সুন্দরের ভীড়ে মন জুড়ে থাক এক।
নিঃস্বার্থ, নিস্পাপ সম্পর্ক জন্ম জন্মান্তর
মনের টান থাকুক অমরত্বের বাঁধনে।
No comments:
Post a Comment