প্রেমের সাক্ষী - জয়ন্ত কুন্ডু || Premer Sakkhi - Joyntu kundu || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 প্রেমের সাক্ষী

        জয়ন্ত কুন্ডু




তোমার আমার প্রেমের সাক্ষী নদীর প্রতিটি ঢেউ,

আকাশের ওই বাঁকা শশধর, প্রেমের সাক্ষী সে-ও|

আকাশের সব ছোট বড়ো তারা প্রেমের সাক্ষী আছে,

দু'জনের নাম লেখা আছে দেখো বনের প্রতিটি গাছে|

পার্কের যত ঘাস আর গাছ প্রেমের সাক্ষী তারা,

প্রেমের সাক্ষী কালো মেঘ আর প্রতিটি বাদলধারা|

রাস্তার মোড়ে রাস্তার বাঁকে আমাদের শুধু স্মৃতি,

কলেজের প্রতি বেঞ্চিও জানে আমাদের প্রেম-প্রীতি|

সিনেমা হলের কোণার সিটটা আমাদের কথা জানে,

প্রেমের কাহিনী ভেসে ওঠে যেন রবি ঠাকুরের গানে|

আইসক্রিম ও ফুচকা জানে তো দু'জনের কথা যত,

বাইকের সিট সেও তো সাক্ষী প্রেম যে করেছি কত|

রেস্তোরার যে টেবিল চেয়ার, সাক্ষী তারাও আছে,

প্রেমের সাক্ষ্য রাখা আছে সব যেন প্রকৃতির কাছে|


Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024