ভোরের দোয়েল শালিক - তুষার ভট্টাচাৰ্য || Vorer doyel pakhi - Tusar Bhattacharya || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
ভোরের দোয়েল শালিক
তুষার ভট্টাচাৰ্য
যারা বেঁচে আছে হলুদ কাঁসার থালার মতন
জোছনা আলোর স্বপ্ন বুনে চোখে,
তারা কোনওদিন খড়কুটোর মতন
ভেসে যাবে না
নদীর বান বন্যায় জলস্রোতে
পলিমাটির ঘ্রাণ নিয়ে তারা নতুন ঘর বাঁধবেই ;
তাদের নিকোনো মাটির উঠোন জুড়ে
রুপোলি রোদ্দুরে ভিজে খেলা করবে
ভোরের দোয়েল, শালিক l
Comments