ভাঙাচোরা কবিতা - পলাশ পোড়েল || Vanga chora Kobita - Palash Porel || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
ভাঙাচোরা কবিতা
পলাশ পোড়েল
বাউণ্ডুলে ভালোবাসা নেমে আসে একা একা
ভিজে যায় রোজ রোজ কিশোরী শ্রাবণে,
বিষাদ এল অজানা দু'মুঠো বালি উড়িয়ে
বড় বেশি অভিমান রেখে যায় কথোপকথনে।
অভিমানী চোখ মাঝে মাঝে কুল ভাসায়
উজানে একলা চিনেছি সবুজ বন,
ভাঙে শস্য ভরা মাটি..... অবুঝ মন
ক্ষয়ে ক্ষয়ে পাল্টে যায় স্বপ্ন- বোনা জীবন।
কখনো জেগে থাকে স্মৃতি মাটির বুকে
সোঁদা সোঁদা গন্ধ ছুঁয়ে জাগে জোছনা রাত,
শুধু একবার দাঁড়াও আমাদের স্বজন ডাঙায়
দেখো ফুলে - ফলে - ফসলে ভরে যাবে হাত।
Comments