দূরত্ব - ভুবনেশ্বর মন্ডল || Durotta - Bhubaneswar mondal || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
দূরত্ব
ভুবনেশ্বর মন্ডল
কাছে যাবো বললেই যাওয়া যায় না
মনে হয় ছুঁয়ে ফেলেছি দূরের পাহাড়
কিন্তু দূরত্ব তো কম নয়
পাহাড়ের নীলে আবেশ আছে আছে মায়া হাতছানি
সুন্দর ও দাঁড়ায় নীলিমা জুড়ে
মুগ্ধতার সিঁড়ি ভেঙে নেমে যাই অতলে
কিন্তু দেখি সেখানে শুধু মানুষের কঙ্কাল
মেদ মাংস লাবণ্য-নদী মিথ্যা মরীচিকা
দেখি মানুষ দাঁড়িয়ে আছে মানুষ জন্ম ছুঁয়ে
এর বেশি কিছু নয়
সম্পর্কের বাকল খসে পড়ে টুপটাপ বৃত্তময় রাতে
তাই কাছে যাবো বললেই যাওয়া যায় না
দূরত্ব তো কম নয়
হয়তো কখনো পাশাপাশি কিন্তু সমান্তরাল
কোথাও জংশন নেই
জংশন না থাকাই হয়তো আমাদের নিয়তি !
Comments