মহা নিষ্ক্রমণ
পরাগ চৌধুরী
লোকটা আলিবাবার মতো রওনা দিয়েছিলো
স্বাধীনতার বন্ধ গুহার সামনে
চিচিং ফাঁক হাঁকতে
কিন্তু ঠিক কাশিমের মতো দেশের শরীরটা
দু'টুকরো হয়ে গেলো...
লোকটা রাতপরীর মতো বেরিয়ে প'ড়েছিলো
দেশটাকে সোনা করার
ছু মন্তরি জাদুকাঠি আনতে
কিন্তু ফুস মন্তরের অভাব না থাকায়
খাদ মিশে গেলো চাওয়া-পাওয়ায়...
No comments:
Post a Comment