জ্যোৎস্না - উৎপলেন্দু দাস || Jyotsna - Utpalendu Das || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
জ্যোৎস্না
উৎপলেন্দু দাস
এখনো আঁধার নামে আনন্দ মুছে
দিবসে নিশীথে না বলে কয়ে
চোখ ভেসে যায় চোখের ভিতরে
অপেক্ষায় কেটে যায় প্রতিদিন
খুঁজে ফিরি তোমায় আকাশ জুড়ে
এই জনমের জননীর স্নেহ করুণার আলো
পরম পাওয়া ছোট্ট যাত্রা পথে
রেখেছে কৃতজ্ঞ অন্তর সদা আলোকিত করে ।
তারপর আঁধার মুছে হেসে ওঠে
সেই মায়াবী আলো
তারারা সরে যায় ঢের ঢের দূরে
অজগরের মত এক অমোঘ অনুভূতি
অদম্য আকর্ষণে টানতেই থাকে
জ্যোৎস্না নাম্নী সেই মানবীর কাছে পেশ
যে রেখে ছিলো জঠরে আমায় দশমাস ধরে।
Comments