আকাশ ছুঁয়ে - পলাশ পোড়েল || Akash Chuye - Palash Porel || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
আকাশ ছুঁয়ে
পলাশ পোড়েল
বৃষ্টি নামে থইথই আকাশে
মন খারাপ করলে
আষাঢ়ের কাছ থেকে কিছু স্মৃতি
ধার নেওয়া যায় ;
নেবো , আবার ফিরিয়ে দেবো ,
গোপনে গোপনে শিরায় শিরায়
জ্বালাবো , আবার নিভিয়ে দেবো ;
সহমত হচ্ছিলো মেঘ ....
এতটুকু বুকের জমি ,
তাতে কতো বড়ো স্বপ্ন
মরি হায় ...
ছড়িয়ে গেল টাপুর টুপুর !
উৎসবের রাত জেগে ওঠে
লোহার বাসরে
রাস্তা ভাসছে সর্বনাশে ,
সর্বনাশ বেহুলার
তবু বুকের বিস্তারে কতো
নষ্ট দিন , শোকতর্পণ ।
Comments