আকাশ ছুঁয়ে - পলাশ পোড়েল || Akash Chuye - Palash Porel || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 আকাশ ছুঁয়ে

পলাশ পোড়েল 



বৃষ্টি নামে থইথই আকাশে 

মন খারাপ করলে 

আষাঢ়ের কাছ থেকে কিছু স্মৃতি 

ধার নেওয়া যায় ;

নেবো , আবার ফিরিয়ে দেবো ,

গোপনে গোপনে শিরায় শিরায় 

জ্বালাবো , আবার নিভিয়ে দেবো ; 

সহমত হচ্ছিলো মেঘ ....

এতটুকু বুকের জমি , 

তাতে কতো বড়ো স্বপ্ন 

মরি হায় ... 

ছড়িয়ে গেল টাপুর টুপুর ! 

উৎসবের রাত জেগে ওঠে 

লোহার বাসরে 

রাস্তা ভাসছে সর্বনাশে , 

সর্বনাশ বেহুলার 

তবু বুকের বিস্তারে কতো

নষ্ট দিন , শোকতর্পণ । 

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024