সম্পর্ক - বীরেন্দ্র নাথ মহাপাত্র || Somporko - Birendra Nath Mohapatra || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
সম্পর্ক
বীরেন্দ্র নাথ মহাপাত্র
নদী সাথে মোদের
তিন পুরুষের সম্পর্ক ,
চলা ,বসা, দেহ ,মনের
নাড়ীর সাথে যুক্ত ।
নদী ধারে চাষবাস
সাথে রয়েছে মাছধরা,
জলে যেন ওর পাই সুবাস
ও - যেন মোদের বসুন্ধরা ।
রাগলে কিন্তু ভয়াবহ
লাগে তার রূপ,
জীবন তখন হয় দুঃসহ
ঠিকানা আনে উঁচু স্তূপ ।
বাস্তু হারা হলাম সবাই
খাওয়া, পরা,সন্ধান অজানা,
মনে হয় যেন কোথায় পালাই
ভিটে দেবী বলে কাছে থাক না ।
ঊর্বরা ভূমি নদী,গড়ে তোলে
ফিরিয়ে দেয় ফসলে সোনা,
হারিয়ে যাওয়া স্বপ্ন যাই ভুলে
মা,মাটির সম্পর্ক আছে জানা ।
Comments