আশা থাক বুকে ধরা
ঝুমা করাতি
অমানিশা ঘিরে ধরে কালো ছায়াময়,
ঠোঁটে ধরা নিকোটিন কলজের ক্ষয়।
মার বুকে শিশু কাঁদে অমৃত অভাবে,
হায়না নেকড়ে ঘোরে মাংসের লোভে।
পুড়েছে নরম হৃদয় হয়েছে কঠিন,
পোড়া গন্ধে পচে যায় মনের গহীন।
দীর্ঘ এক সুখ ঘুমে আমি চেয়ে দেখি,
ছাই এর গাদায় ছোট জীবনের উঁকি।
কচি পাতা দুলে ওঠে শীতল হাওয়ায়,
মায়ের স্তন্য ভরা মাতৃ সুধায়।
পথি মাঝে ভিক্ষুক ভিক্ষা ছেড়ে ,
জীবনের সুর ভাঁজে একতারা ধরে।
নিকোটিনে পোড়া ঠোঁটে জীবনের গান
আনন্দ মুখর হয়ে নেচে ওঠে প্রাণ।
জ্যোৎস্না দিয়েছে ঢেলে আলোর হাসি,
মানুষে মানুষে হোক ভালোবাসা বাসি।
No comments:
Post a Comment