অপহরণ কিংবা খোঁজ
সাদ্দাম প্রমিথিউস
অ্যান অ্যান্সিয়েন্ট সেমেট্রি। আ ল্যান্ড অফ ডেথ। আমার স্বর্গপুরী। বিকেল ভেংগে এলে, কবরের ছায়ায় আমি উৎকট কণ্ঠে কবিতা উচ্চারণ করি। হাজার বছরের লাশ, জেগে ওঠে জীর্ণ কংক্রিট থেকে। শিশু থেকে বৃদ্ধ। নগ্নদৃশ্য। উফফ উচ্চারণের কবিতা বিভ্রাট আমার দারুণ লাগে .......উফফফ!!! এসো অযাচিত প্রেম, তোমার চুলে গুঁজে দিই কবর থেকে ফুল। আর প্রতিটি ফুলে লেগে আছে এক একটা মৃত্যু-পূর্ববর্তী সংকল্প। এমন কি তোমার আমার। খুঁজে নাও এ ভগ্ন-কবর দেহে
আরেকটু বিকেল গড়ালে, দেহ থেকে দেহে প্রেম খুঁজি । মৃত্যুর পরোয়ানা লিখি তোমার আঁচলে। আলোর বিপরীতে এসে। অপহরণ.....
এখানেই, প্লুটোর পাথর দেহে আমায় খোঁজো......
No comments:
Post a Comment