গ্রাম - অন্তরা মন্ডল || Gram - Antara mondal || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 গ্রাম

অন্তরা মন্ডল


কংক্রিট বেষ্টিত বিপর্যস্ত চিত্ত হাত বাড়ায় মুক্ত প্রাঙ্গণে

যেথা অংশুমালির রাজত্ব চলে প্রাতঃকালে,

মুগ্ধকর সুমিষ্ট আবর্তিত অনিলে আকর্ষিত হয় অন্তর-

আলপনার টানে সুসজ্জিত কুটির বড্ড মনোহর।

কর্ষণোপযোগী মৃত্তিকায় সোনার শস্যের হাতছানি

স্তব্ধ বুকের মাঝে বাউল গানের উন্মাতাল ধ্বনি,

মেঠো পথে আনাগোনা রংতুলির চিত্রের ন্যায় মর্মস্পর্শী

পথপার্শ্বস্থ বটগাছ আজ বহু সুখ-দুঃখের সাক্ষী।

লাল-নীল-হলুদ বনফুলের মধ্যে ভ্রমেরের গুঞ্জন

দূর্বা ঘাসের ডগায় ভোরের শিশিরের অপূর্ব সুঘ্রাণ,

প্রবাহিনীর স্বচ্ছ সলিলে ফুটে ওঠে নিজের প্রতিচ্ছবি

বহু আক্ষেপ পিছনে ফেলে এখানেই আসল শান্তি।

দিগন্তরেখা বেয়ে অস্তগামী সূর্যের রঙের খেলা,

ফিরতি রাখালের বাঁশির মধ্যে ফুটে ওঠে ব্যাকুলতা,

ক্ষীণালোকে লালপেড়ে প্রত্ন গরদ পরনে প্রদীপ্ত বর্তিকা

শহুরে কোলাহল পিছনে ফেলে আহ্বান করে নীরবতা।।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ