নীরব শহর
সোমা রায়
এই শ্রাবণের সন্ধ্যায়
তোমার শহরের মাদকতা গ্রাস করে আমায়
কত স্বপ্ন হারায় চিরন্তন নীরবতায়
আধারের ঘনঘটায় খুঁজে ফিরি তোমায়
এই শহর তুমি চিনিয়ে ছিলে আমায়
আজ এই শহরই ছিনিয়ে নিল তোমায়
অবশেষে কিছু মধুর স্মৃতি রইল পড়ে
স্মৃতির মাঝেই খুঁজিবো তোমায় বারে বারে ।
No comments:
Post a Comment