গন্তব্য আর কতদূর
সতু মালাকার
দিগ দিগন্তের অলিগলি ঘুরে ঘুরে
ক্লান্তির সুস্পষ্ট ছাপ শরীরে,
অবহেলার হাতছানিতে
বিষাদে অন্তর পুড়ে।
পিছুটান ধরে
মনের আবেগঘন অন্ধকারে,
পিছু হতে;
আওয়াজ ভেসে আসে কানেতে।
সুস্পষ্ট শুনতে পাই -
কে যেন বলে ওরে অভাগা;
ও অভাগা খানিকটা দাঁড়াও,
দাঁড়িয়ে দুদণ্ড বিশ্রাম নাও..!
মলিনতার ঘাম বেয়ে
চেতনা জাগ্রত হয় শরীরে,
আর মনে মনে ভাবতে থাকি
আর কত দূর!
কতপথ যেতে হবে ক্লান্তি পাড়ি দিয়ে।
পলকে পলকে থেমে যায় হৃৎস্পন্দন,
তপ্ত মরুর মধ্যদেশে দাঁড়িয়ে
বোধোদয় হয় এই বুঝি হবে মরণ।
গন্তব্যে পৌঁছতে লাগবে আর কতক্ষণ.!
No comments:
Post a Comment