গন্তব্য আর কতদূর - সতু মালাকার || Gontobbo arr koto dure - Satu malakar || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

  গন্তব্য আর কতদূর

     সতু মালাকার

           


দিগ দিগন্তের অলিগলি ঘুরে ঘুরে 

ক্লান্তির সুস্পষ্ট ছাপ শরীরে,

অবহেলার হাতছানিতে

বিষাদে অন্তর পুড়ে।


পিছুটান ধরে 

মনের আবেগঘন অন্ধকারে,

পিছু হতে;

আওয়াজ ভেসে আসে কানেতে।


সুস্পষ্ট শুনতে পাই -

কে যেন বলে ওরে অভাগা; 

ও অভাগা খানিকটা দাঁড়াও,

দাঁড়িয়ে দুদণ্ড বিশ্রাম নাও..!


মলিনতার ঘাম বেয়ে 

চেতনা জাগ্রত হয় শরীরে,

আর মনে মনে ভাবতে থাকি

আর কত দূর! 

কতপথ যেতে হবে ক্লান্তি পাড়ি দিয়ে।


পলকে পলকে থেমে যায় হৃৎস্পন্দন,

তপ্ত মরুর মধ‍্যদেশে দাঁড়িয়ে 

বোধোদয় হয় এই বুঝি হবে মরণ।

গন্তব্যে পৌঁছতে লাগবে আর কতক্ষণ.!

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024