শিকারির শিকার - আঁখি রায় || Sikarir Sikar - Ankhi Ray || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

শিকারির শিকার

        আঁখি রায়



কালো আঁধারে হারিয়ে যাচ্ছে নরম সবুজ প্রাণগুলো ৷

হাত বাড়ালেও পায় না নাগাল শান্ত শিখার আলো ৷

বন্ধ ঘরের চার দেওয়ালে আটকে থাকে অবিচার ৷

সিলিং ছোঁয় অশালীনতা, অট্টহাসি আর চিৎকার ৷

সুযোগবাদী নরপিশাচরা প্রতিশোধের আগুন জ্বালে ৷

নিকোটিনের ছ্যাঁকা দিয়ে নবীন বরণ উৎসবে মাতে ৷

নোনা জলে চাদর ভিজলেও ,প্রতিবাদের মুখে কুলুপ ৷

তুললে আওয়াজ হুমকি দিয়ে শাস্তি দিতে হয় উন্মুখ ৷

রঙিন জলে শরীর ভিজিয়ে,আধুনিকতার বুলি আওড়ায় ৷

বর্বরতা ঠোঁটে রেখে,স্বল্প জ্ঞানে ঝুলি ভরায় ৷

আজ মনুষ্যত্ব গ্রাস করেছে হিংসাত্মক প্রতিযোগিতা ৷

কলার ধরে নামায় মাটিতে,আইন গৃহে পৌঁছায় না কথা ৷

ব্যথায় মোড়া স্বপ্নগুলো চাপা পড়ে যায় বইয়ের ভাঁজে ৷

স্তব্ধ হয় বাঁচার তাগিদ, কোল খালি করা হাহাধ্বনি বাজে ৷

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024