দ্বিতীয় কোন নিক্তি নেই
চিরঞ্জিত ভাণ্ডারী
আতসকাচেরও মুখ থুবড়ে পড়ে
চরম ভাবে ঠকে বাড়ি ফিরে আসা যখন সুনিশ্চিত
বুকের ভেতর কেবলি এক কুয়াশার পাহাড়
যতই ভাঙি ততই সে বাড়ে দুরন্ত কলেবরে।
এতই সস্তা কী?যে তুমি চিনে নিয়ে
টানবে বিভাজন রেখা
প্রেমিকের বেশে থাকা সুজনের এমনই প্রীতিময় ব্যবহার
যার মাধুরি মধু টানে কে না হয়েছে মশগুল
সুগভীর বিশ্বাসে।
মাথা ঘামানোর খুব একটা দরকার নেই
তুমি শুধু এগিয়ে যাও দুর্বার গতিতে
প্রতিভার আলো বিচ্ছুরণের মতো
দ্বিতীয় কোন নিক্তি নেই মানুষ চেনার।
No comments:
Post a Comment