দ্বিতীয় কোন নিক্তি নেই - চিরঞ্জিত ভাণ্ডারী || Ditio kono nikti nei - Chiranjeet vandari || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
দ্বিতীয় কোন নিক্তি নেই
চিরঞ্জিত ভাণ্ডারী
আতসকাচেরও মুখ থুবড়ে পড়ে
চরম ভাবে ঠকে বাড়ি ফিরে আসা যখন সুনিশ্চিত
বুকের ভেতর কেবলি এক কুয়াশার পাহাড়
যতই ভাঙি ততই সে বাড়ে দুরন্ত কলেবরে।
এতই সস্তা কী?যে তুমি চিনে নিয়ে
টানবে বিভাজন রেখা
প্রেমিকের বেশে থাকা সুজনের এমনই প্রীতিময় ব্যবহার
যার মাধুরি মধু টানে কে না হয়েছে মশগুল
সুগভীর বিশ্বাসে।
মাথা ঘামানোর খুব একটা দরকার নেই
তুমি শুধু এগিয়ে যাও দুর্বার গতিতে
প্রতিভার আলো বিচ্ছুরণের মতো
দ্বিতীয় কোন নিক্তি নেই মানুষ চেনার।
Comments