দ্বিতীয় কোন নিক্তি নেই - চিরঞ্জিত ভাণ্ডারী || Ditio kono nikti nei - Chiranjeet vandari || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 দ্বিতীয় কোন নিক্তি নেই

     চিরঞ্জিত ভাণ্ডারী



আতসকাচেরও মুখ থুবড়ে পড়ে 

চরম ভাবে ঠকে বাড়ি ফিরে আসা যখন সুনিশ্চিত 

বুকের ভেতর কেবলি এক কুয়াশার পাহাড়

যতই ভাঙি ততই সে বাড়ে দুরন্ত কলেবরে।


এতই সস্তা কী?যে তুমি চিনে নিয়ে

টানবে বিভাজন রেখা

প্রেমিকের বেশে থাকা সুজনের এমনই প্রীতিময় ব্যবহার 

যার মাধুরি মধু টানে কে না হয়েছে মশগুল 

সুগভীর বিশ্বাসে।



মাথা ঘামানোর খুব একটা দরকার নেই 

তুমি শুধু এগিয়ে যাও দুর্বার গতিতে

প্রতিভার আলো বিচ্ছুরণের মতো

দ্বিতীয় কোন নিক্তি নেই মানুষ চেনার।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ