কেন তুমি
দীপক বসু
কেন তুমি এত চঞ্চল হয়ে ওঠো
হৃদয় কে বিলিয়ে দাও যথা তথা
মাটিকে কেন ভালোবাসো
নদীকে মন দিয়ে দাও সকালে
সবুজ জড়িয়ে ধরো কাছে
আকাশকে বলো তোমাকেও আমি ভালোবাসি বড়!
তুমি পাখি ডাকো বুলবুলি টিয়ে
ঘাসের বুকে খুব গোপনে হাত বুলাও
এ সব ভালো বাসা তুমি আমাকে দাও না কেন
দুহাত ভরে!
তুমি আমাকে দাওনা কেন
একটু হাসি
কিছু কথা
মন টাকে দিয়ে!
আমি তো নষ্ট করিনা কিছু
দেয়নি তোমার কিছু ফেলে!
No comments:
Post a Comment