তিস্তা তোমাকে
জয়ন্ত সাহা
ফেনা ফেনা জলরাশির চিৎকারে
বোহেমিয়ান জীবনের আস্বাদ,
আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত চেতনা
দীর্ঘ পথচলা যে এখনো বাকী।
ক্ষয়াটে চাঁদের দেশে মরুভূমি
মিশরের নীলনদের আঘ্রাণ--
পূর্ব পশ্চিম এক ক'রে দিয়ে
চাপা কান্নার মতো গোঙানি,
বেরঙা জীবনে রামধনুর ছোঁয়া
হয়তো বুজরুকি বা ভুল অনেকটাই।
পেছনে ফেরা নাই বা হ'লো জীবনে
সমুদ্রের লোনা স্বাদ চাই বারংবার,
একমুঠো রোদ্দুরকে সাক্ষী রেখে
আজ তোমাকে কথা দিলাম তিস্তা।
অন্ধকার ভাঙাচোরা পথে এলোমেলো পা
হোঁচট খেলেও মনে থাকে না হয়তো--
শরীরে প্রচণ্ড যন্ত্রণা নিয়েও
তোমার মতই বয়ে চলবো
সমুদ্রের লোনা জলে একা দাঁড়িয়ে
তোমাকে সেই কথাই দিলাম তিস্তা।
No comments:
Post a Comment