মল্লার রঙের বশ্যতা
আবদুস সালাম
ঘনিষ্ঠ জীবনের সজীবতা লিখি মল্লার রঙে
অপ্রস্তুত শরীরে সোহাগের নদী টলোমলো
নিষিদ্ধ চুম্বনে সুর তোলে প্রতীক্ষার বাঁশি
অযাচিত সম্ভাবনার আলিঙ্গনে লেখা হয় প্রণয় আখ্যান
প্রাচীন ইঁদারায় কিংকর্তব্যহীন আফশোষ দেখি কাল্পনিক বলয়ে তার বিবর্ণ উচ্ছ্বাস
ভালোবাসা ভর্তি নির্বিকার স্থাপত্য কেঁপে ওঠে
বিমূর্ত মিনারের শরীরে আঁকা হয় পাল ভাঙ্গা উচ্ছ্বাস
অন্তঃসারশূন্য কাঙাল বন্দরে ফোটে বাসনার ফুল
গান শোনায় অলৌকিক ভ্রমর
যাপনশৈলীর সারমর্ম খুঁজি রোমিং এরিয়াই
সুরের মোহনায় রং পাল্টায় নির্লজ্জ মিথ্যাচার
ক্ষুধার্ত ,হ্যাংলা গ্রাসে গিলে নিই বাঁধাধরা প্ররোচনা
তারপর আক্ষেপ আর অপেক্ষা স্পর্ধা দেখায়
অন্দর মহল ঘিরে বশ্যতার চক্রব্যূহ
মুক্তির নিঃশ্বাসে খসে পড়ে আস্ফালনের পোশাক
বিষন্ন ফুলে দোল খায় অবাধ্য প্রজাপতি
No comments:
Post a Comment